abahs-banner-zolui
Previous slide
Next slide
জরুরি বিজ্ঞপ্তি: আগামী ১৮/০৭/২০২৪ তারিখে বৃক্ষ রোপন কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করার জন্য শিক্ষার্থীরা কমপক্ষে সকাল ৯টা ৩০ মিনিটে উপস্থিত থাকতে হবে - অনির্দিষ্টকালের জন্য স্কুল-কলেজ বন্ধ ঘোষণা-শিক্ষা মন্ত্রণালয় - আগামীকাল ১৭/০৭/২৪ইং বুধবার পবিত্র আশুরা উপলক্ষে বিদ্যালয় বন্ধ থাকবে। - অগ্রসার বৌদ্ধ অনাথালয় উচ্চ বিদ্যালয় চলমান সংস্কার কাজের সংবাদ - ষষ্ঠ–নবমের ষাণ্মাসিক মূল্যায়নের সংশোধিত সূচি - আগামী ০১/১০/২৩ইং হতে ২০২৪ সালের এস এস সি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষার সময়সূচি নোটিশ বোর্ডে পাওয়া যাবে। - সকল সম্মানিত অভিভাবকদের দৃষ্টি আর্কষণ করছি।

দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের মধ্যে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দেশের মাধ্যমিক পর্যায়ের স্কুল এবং কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে দেশের মাধ্যমিক পর্যায়ের স্কুল এবং কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে দেশের মাধ্যমিক পর্যায়ের স্কুল এবং কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। ফাইল ছবি

মঙ্গলবার (১৬ জুলাই) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানোনো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে  শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটসমূহের শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এদিকে কোটা সংস্কারের আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে মঙ্গলবার শেষ খবর পাওয়া পর্যন্ত ছয় জন প্রাণ হারিয়েছেন। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ দেশের ছয় জেলায় বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

Facebook Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *